অর্ধকুম্ভ মেলাই কি তবে নির্বাচনী হাতিয়ার?

উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর তীরে শুরু হয়েছে অর্ধ কুম্ভ মেলা। অর্ধকুম্ভ পূর্ণকুম্ভের ৬ বছর পর আয়োজিত হয়। পূর্ণকুম্ভ প্রতি ১২ বছরে ১ বার আয়োজিত হয়। কিন্তু নির্বাচনের বছরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বছরের উত্সবটিকে ২০১৩ সালের মহাকুম্ভ হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। সাধারণ নির্বাচনের আগে অর্ধ কুম্ভমেলাকেই হাতিয়ার করে তুলেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। পূর্ণকুম্ভের মতোই ব্যপ্তি এবং মহিমাতে উন্নীত করতে ৪২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যদিও ২০১৩ সালে পূর্ণ কুম্ভ মেলা এর তিনভাগেরও কম টাকায় সংগঠিত হয়েছিল। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের আমন্ত্রণ জানানোর জন্য রাজ্য মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে। ভক্তদের নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। প্রয়াগরাজকেও ঢেলে সংস্কার করা হচ্ছে। সড়কের বিস্তৃতি সহ এলইডি বিলবোর্ড তৈরি করা, নতুন করে রঙ করা হচ্ছে। নির্বাচনের আগে রাস্তাঘাট, সেতু এবং উড়ালপুল গেরুয়া রঙে সাজছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে সাধুদের গ্রাফিতি আঁকা হচ্ছে। কেন্দ্রের মন্ত্রীদের মধ্যে পূণ্য মকর স্নান সেরেছেন মন্ত্রী স্মৃতি ইরানীও।

Related Videos