জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের বিষয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৭০ ধারার প্রয়োগে জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছিল। ওই ধারার কারণে সেখানকার মানুষদের অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে বলেও জানান অমিত শাহ। ৩৭০ ও ৩৫ এ ধারার অপসারণে রাজ্যের ভাল হবে বলে দাবি করেন তিনি। সোমবার সংসদে জম্মু ও কাশ্মীরের উপর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করে কেন্দ্রীয় সরকার। এর ফলে বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল করার ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।