হরিয়ানার জিন্দে আজ উপ নির্বাচন

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির ভূমিকা নিয়ে জলঘোলা হয়ে চলেছে কয়েক মাস ধরে। তাঁর একাধিক মন্তব্য বিজেপিকে অস্বস্তি ফেলেছে বলে দাবি রাজনৈতিক মহলের। আর রবিবার তিনি যা বললেন সেটাকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বার্তা বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মুম্বইতে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক নেতারা স্বপ্ন দেখান কিন্তু তা পূরণ করতে না পারলে মানুষ তাঁদের জবাব দিতে পারেন। তাই অসম্ভব কোনও কথা না দেওয়াই ভাল। আমি অকারণ স্নপ্ন দেখাই না। আমি যা বলি তাঁর একশো শতাংশই বাস্তব।