২০১৯ লোকসভা নির্বাচন "রহস্য, ইতিহাস নয়", বললেন মমতা | Read

রবিবার শহিদ সমাবেশের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে নিজেদের দলের ভিত শক্ত করতে গেরুয়া শিবির “অর্থ, পুলিশ এবং ইভিএম ব্যবহার করছে” বলে অভিযোগ করলেন তিনি। পাশাপাশি তিনি বললেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে “সব হারাবে” বিজেপি। ইভিএমের বদলে ব্যালটে ভোট করানোর দাবি তুলে তৃণমূলনেত্রী বললেন, গত লোকসভা নির্বাচন, “রহস্য, ইতিহাস নয়”। রবিবার ধর্মতলায় শহিদ সমাবেশের মঞ্চে প্রতিবারের মতো এবারও বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী। সেখানেই তিনি বলেন, “কয়েকজন বিজেপি নেতা, তৃণমূল নেতাদের বাস থেকে টেনে নামাতে বলছেন। আমি বিজেপিকে বলছি...যদি আমরা এরকমটা করি, আপনারা দাঁড়াতে, পারবেন তো”?