সাবারিমালাতে, মহিলা সাংবাদিকদের ওপর বিক্ষোভ প্রদর্শন করা হয়

শেষমেশ ইস্তফা দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। মিটু ( #MeToo) ঘটনা প্রবাহের মাঝে একের পর এক মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। পাল্টা আইনি পথে হাঁটেন এম জে। মোট 20 জন অভিযোগকারীর মধ্যে একজনের নামে মানহানির মামলা করেছেন তিনি।

Related Videos