বহরমপুরে ভোটগ্রহণ সোমবার

বহরমপুরে ভোটগ্রহণ সোমবার। চলছে শেষ দফার প্রচার। এই কেন্দ্র থেকে টানা ৫ বার জিতে এসেছেন রবীন হুড অধীর চৌধুরী। তবে এবার তাঁকে কিছুটা কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মনে করছেন মুর্শিদাবাদের রবীন হুড। যদিও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বহরমপুরের সাংসদ। তাঁকে হারাতে সবরকম শক্তি দিয়ে মুর্শিদাবাদে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস।তাঁর বিরুদ্ধে এবারের প্রার্থী তাঁরই একদা সঙ্গী অপূর্ব সরকার ওরফে ডেভিড।ফলে ভাগীরথীর পাড়ে এবার জমজমাট ডেভিড বনাম গোলিয়াথের লড়াই।

Related Videos