৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিনের সকালেই কয়েকটি অশান্তির খবর এসে পৌঁছেছে। কোথাও বাস ভাঙচুর ,কোথাও আবার ট্রেন অবরোধ হওয়ায় কিছুটা সমস্যায় পড়লেন নিত্য যাত্রীরা। কয়েকটি জায়গায় বনধ সমর্থকদের সংঘর্ষে জড়াল পুলিশ।
সকালে বারাসতে স্কুল বাসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। সে সময় বাসেই ছিল দুই পড়ুয়া। তবে তারা কেউ আহত হয়নি। একই ভাবে যাদবপুরেও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাছাড়া আসানসোল এবং হুগলির কয়েক জায়গায় বাসেও ভাঙচুর চলেছে। প্রতিটি ঘটনাতেই অভিযুক্ত বনধ সমর্থকরা।