বিহারের জমুই থেকে এনডিএ-র প্রার্থী হয়েছেন চিরাগ পাসোয়ান। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গত বারের তুলনায় এ বারের নির্বাচনে কী পরিবর্তন দেখছেন? উত্তরে তিনি বলেন, ‘‘আরও মজবুত এবং উৎসাহী সমর্থন চোখে পড়ছে। এর কারণ গত পাঁচ বছরে আমি আমার কেন্দ্রের জন্য অনেক কাজ করেছি। গত বছর জনতা দল ইউনাইটেড আমাদের সঙ্গে ছিল না কিন্তু এ বার তারা আমাদের সঙ্গে হাত মিলিয়েছে—সব মিলিয়ে আশআ করছি গত বারের তুলনায় ভালো ফলই হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার কী মনে হয় এবার নীতিশ কুমারের এনডিএ-তে যোগদানই এই সব পরিবর্তনের পিছনে রয়েছে? চিরাগ বলেন, ‘‘ওদের অনেক সমর্থক রয়েছেন, সেই জনসমর্থন আমাদের দিকে আসাটা নিশ্চয়ই ভালো।’’ গত দু’বছরই এই কেন্দ্র ত্রিকোন প্রতিযোগিতা দেখেছে, এ বার কী সেই দুশ্চিন্তাটা কম? চিরাগ বলেন, ‘‘মহাগাঁটবন্ধন যে ভাবে কাজ করছে তাতে আমি আশাবাদী যে ফলাফল খুবই ভালো হবে।’’ প্রশ্ন করা হয়েছিল, এর ফলে কী এনডিএ-র মধ্যে পিছন থেকে ছুরি মারার আশঙ্কা রয়ে যাবে না? তিনি বলেন, ‘‘এটা নির্বাচনে প্রতিবারই হয়। এ নিয়ে ভাবার কিছু নেই। আর আমি আগামী দিনে হাজিপুর নয় জমুই থেকেই একজন ভোটার হিসেবে নিজেকে দেখতে চাই।’’