বিহারে নতুন এআইএমএস গঠনের ঘোষণা হয় ২০১৫ সালে। ২০১৯ সালে এসেও একটা এআইএমএস হাসপাতাল গড়ার জন্য বিহারে জমিই পাওয়া গেল না। সেই সময়ের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছিলেন, দ্বারভাঙা মেডিকেল কলেজকেই এআইএমএসের মানে উন্নীত করা হবে। ২০১৪ থেকে ২০১৯ অব্দি এই হাসপাতালকে নানাভাবে নানা পর্যায়ে উন্নীত করার কথা হয়েছে। কিন্তু, নিয়ম অনুযায়ী কোনও সরকারি হাসপাতালকেই উন্নীত করে এআইএমএস করে দেওয়া যায় না। তাহলে কেন মন্ত্রীরা এমন আশা দিয়েছেন?