সোমবার, সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার প্রস্তাব দিয়ে রাজ্যসভায় একটি বিল উত্থাপন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় একটি প্রস্তাব উত্থাপন করে জানিয়েছেন যে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের সমস্ত ধারা জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন বিধায়ক ২০১৯ পেশ করেন । এই বিলে সম্মতি জানানো হয়েছে বিজেডির তরফ থেকে।