শনিবার সংঘর্ষে নিহত কর্মীদের দেহ বাসন্তী হাইওয়েতেই দাহ করতে চাইলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। শয়ে শয়ে বিক্ষুব্ধ কর্মীরা ওই স্থানে জমায়েত হয়ে দাহকার্যের প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু মাঝপথে দল সিদ্ধান্ত বদলে ফেলে ঘোষণা করে একগুচ্ছ প্রতিবাদের কর্মসূচির। যার মধ্যে অন্যতম রাজ্যব্যাপী ‘কালা দিবস' পালন। বিজেপি চেয়েছিল মৃতদেহগুলি কলকাতায় নিয়ে এসে তাঁদের সম্মান প্রদর্শনে শোভাযাত্রা করতে। কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকায়। তখন তারা বলে রাস্তার উপরেই তারা দেহগুলির দাহ করবে। পরে দলের তরফে বলা হয়, স্থানীয় বনধ পালিত হবে। পাশাপাশি রাজ্যব্যাপী ‘কালা দিবস' পালন করা হবে আগামী ১০ জুন। লালবাজার অভিমুখে মিছিল ১২ জুন।