কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও রথযাত্রার আবেদন খারিজ করে দেওয়ায় বিপাকে পড়ল বিজেপি। শুনানির পর মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রথযাত্রা নিয়ে টালবাহানা চলছে বেশ কয়েক দিন ধরে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে একযোগে প্রচার করতে চেয়েছিল বিজেপি। সেই কারণেই যাত্রার পরিকল্পনা করা হয়।কিন্তু রাজ্য সরকার দাবি করে এই যাত্রা হলে সাম্প্রদায়িক অশান্তি হতে পারে। আর সে কারণেই যাত্রা বাতিল করে দেওয়া হয়। প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টেও এই যুক্তিই দেন রাজ্যের আইনজীবীরা