রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রচার প্রক্রিয়ার বাইরে রাখার দাবি তুলল বিজেপি। বিজেপির দাবি সাংবিধানিক পদে থেকেও অসাংবিধানিক মন্তব্য করে চলেছেন মমতা এবং সরাসরি হিংসার মাধ্যমে নিজের দলের কর্মী-সমর্থকদের বদলা নেওয়া নিদান নিচ্ছেন তিনি। এমতাবস্থায় তাঁর ভোট-প্রচার প্রক্রিয়ার অংশ থাকার কোনও নৈতিক যোগ্যতা নেই। নিজেদের দাবি সামনে রেখে দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপি। প্রতিনিধি ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে মুক্তার আব্বাস নকভি সহ আরও কয়েকজন। নকভি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদের অপব্যবহার করছেন। তৃণমূল কর্মীদের হিংসায় উন্মত্ত হতে উৎসাহ দিচ্ছেন। সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক মন্তব্য করছেন তিনি। এক্ষুনি নির্বাচনের প্রচার প্রক্রিয়ার থেকে তাঁকে বাইরে রাখা প্রয়োজন বলে মনে করেন মোদী মন্ত্রিসভার এই সদস্য।