রাজনীতিতে জুতোর ভূমিকা নেহাত কম নয়। জুতোপেটা হওয়া থেকে জুতো ছুঁড়ে মারা সবেরই নজির রয়েছে ভারতীয় রাজনীতিতে। যেমনব গতকালের এই ঘটনা বিজেপির সাংসদ শরদ ত্রিপাঠী ও বিজেপি বিধায়ক রাকেশ বাঘেলের মধ্যে আজ দলীয় ওই বৈঠকে ন্যক্কারজনক মারামারি হয়। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত সন্ত কবীর নগরে বিজেপির জেলা কমিটির একটি কার্যনির্বাহী সভায় এই ঘটনাটি ঘটেছে। শরদ ত্রিপাঠী জানতে চান, স্থানীয় একটি রাস্তার শিলান্যাসের পাথরে তাঁর নাম খোদাই করা নেই কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধায়ক রাকেশ বাঘেল বলেন, ওটি তাঁর সিদ্ধান্তেই হয়েছে। ব্যাস, আর যায় কোথায়! অশ্রাব্য গালাগালি দিতে দিতে নিজের জুতোটি খুলে রাকেশ বাঘেলের ওপর চড়াও হন শরদ ত্রিপাঠী। একদিকে সীমান্তে উত্তেজনা কমানোর কৃতিত্ব নিচ্ছে শাসকদল, অন্যদিকে তাঁদেরই দুই নেতার এহেন আচরণ। এই ভিডিও সেনাদের কাছে পৌঁছালে মনোবল বাড়বে তো তাঁদের?