রমজানের মাসে ভোট করা বিজেপির ষড়যন্ত্র; তৃণমূল কংগ্রেস

পশ্চিমবঙ্গে ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। এর আগে রাজ্যে নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের নজির মাথায় রেখেই প্রতি দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এতে ষড়যন্ত্র দেখছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, রমজানের মাসে ভোট রেখে মোটেও সঠিক কাজ করেনি নির্বাচন কমিশন। পাশাপাশি তৃণমূল আরও জানিয়েছে, বাংলা বিহার ও উত্তরপ্রদেশে বিজেপি সঙ্কটজনক পরিস্থিতিতে আছে বলেই এমন পরিস্থিতি।