প্রবল বৃষ্টিতে বাঁধ ভেঙে গেল মহারাষ্ট্রের রত্নগিরি জেলায়। মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ ওই বাঁধ ভেঙে যাওয়ার ফলে বন্যায় ভেসে গেল নিকটবর্তী অ্যাকলে, রিক্তোলি, ওভালি, কালকাভনে এবং নন্দিভাসে সহ সাতটি গ্রাম। ছ'জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৮ জন। ১২টি বাড়ি ও ২০টি গাড়ি ভেসে গিয়েছে বন্যার তোড়ে। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা যাচ্ছে, উনিশ বছরের পুরনো তিওয়ারে বাঁধে আগেই ফাটল দেখা গিয়েছিল। স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনকে বিষয়টি জানালেও বাঁধ মেরামতের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মুম্বই থেকে ২৭৫ কিমি দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছেছে জাতীয় বিপর্যয় প্রতিরক্ষা বাহিনী (NDRF)। তারা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে প্রশাসনিক কর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও রয়েছে বলে জানা যাচ্ছে।