পশ্চিমবঙ্গে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের আগেই রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ করে দিয়েছে কমিশন। কমিশনের নির্দেশে আজই রাত ১০ টায় শেষ হয়ে যাচ্ছে ষষ্ঠ দফার ভোটের প্রচার, যা আসলে শেষ হওয়ার কথা ছিল আগামীকাল বিকেল পাঁচটায়। রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়ে কমিশনকে আক্রমণ করে বলেছেন, কেন্দ্রের হাতের পুতুলে পরিণত হয়েছে কমিশন। রাজ্যে কোনও অশান্তি ছিল না, তা সত্ত্বেও কমিশন একের পর এক এমন সিদ্ধান্ত নিয়ে চলেছে। এরই মধ্যে নিজের নির্বাচনী সভা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর পরিকল্পনা অনুযায়ী অঞ্চলগুলিতে প্রচার শেষে বদ্ধপরিকর তিনি।