গত সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস ৩৭০ তুলে দিতে সেই অঞ্চলকে কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়। দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে জম্মু-কাশ্মীরকে। একটি জম্মু-কাশ্মীর ও অপরটি লাদাখ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ''মন কি বাতে'-তে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত অনুসারে জম্মু-কাশ্মীরে প্রচুর অর্থ বিনিয়গ হবে, যার ফলে সেখানকার মানুষের আর্থিক পরিস্থিতে সুখকর পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাঁর মতে আগেকার দিনে বলিউডের প্রায় প্রতিটি সিনেমায় কাশ্মীরের দৃশ্য দেখা যেত, কিন্তু সেখানকার পরিস্থিতি দিনে দিনে খারাপ হয়ে যাওয়ার কারণে সেই সব বন্ধ হয়ে গেছে, পরিবেশ শান্ত হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাবে বাণিজ্য, তাতে করে আর্থিক পরিস্থিতিতে উন্নতি ঘটবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটলেও শান্তি ফিরে আসবে কি কাশ্মীরে?