ভিডিওকনের অফিসে হানা দিল সিবিআই

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারের মামলায় ভিডিওকনের মুম্বই অফিসে হানা দিল সিবিআই। ছন্দার স্বামী দীপক কোচারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। একটি ঋণ মঞ্জুর করা সংক্রান্ত ব্যাপারে তাঁর নামে মামলা দায়ের হয়। সেই ঘটনাতেই নথি পত্র সন্ধান করছে সিবিআই। শুধু মুম্বই নয় মহারাষ্ট্রের আরও কয়েকটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর।

Related Videos