যান্ত্রিক সমস্যার জন্য ভারতের Chandrayaan 2 - নির্দিষ্ট সময়ে পারি দিতে পারলনা মহাকাশের দিকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) জানিয়ে দিয়েছে যান্ত্রিক সমস্যাই এই বাধার কারণ। কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে এই যান্ত্রিক সমস্যা নজরে আসে, যার ফলে তখনি নেওয়া হয় এই সিদ্ধান্ত। ISRO-র তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ''মাত্র ৫৬ মিনিট আগে চোখে পড়ে Chandrayaan 2 -তে কিছু যান্ত্রিক সমস্যা আছে। সেই কারণেই Chandrayaan 2 আজ পারি দিতে পাচ্ছে না মহাকাশের দিকে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।'' এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।