চন্দ্রযান 2-কে সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে জানালো ইসরো । ভারতের এই চন্দ্রযান 2 প্রায় ৩০ দিনের আন্তঃদেশীয় ভ্রমণের পরে সোমবার সফলভাবে চন্দ্রের কক্ষপথে স্থাপিত হয়েছে। এটি এই অভিযানের অন্যতম কৌশলগত পদক্ষেপ ছিল। প্রচন্ড বেগে গতিশীল মহাকাশযানটি মহাকাশের গভীরে হারিয়ে যেতে পারতো, আবার ধীর গতিতে চললে চন্দ্রযান 2 কে নিজের দিকে টানতে পারতে চাঁদ ফলে এটি চন্দ্র পৃষ্ঠের উপরে ভেঙে পড়তেও পারত। এই পদ্ধতির বেগ সঠিক হওয়ার ফলেই একে চাঁদের কক্ষপথে সঠিকভাবে স্থাপন করা গেছে। এমনকি একটি ছোট্ট ভুলও গোটা অভিযানকে ব্যর্থ করতে পারত।