ছত্তিশগড় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কঙ্কেরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন, যেমন পাঞ্জাব এবং হরিয়ানাকে আজ ভারতের কৃষি কেন্দ্র মনে করা হয়, আমি চাই যে পাঁচ বছরের মধ্যেই ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ দুই রাজ্যই দেশের অন্যতম কৃষি কেন্দ্র হয়ে উঠুক। সারা দেশ জানুক যে এই দুই রাজ্য পুরো দেশকে খাবার, ফল এবং সবজি দিতে সক্ষম। এটা স্বপ্ন, আমরা একে সার্থক করতেই পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা, চাকরির কথা বলেছেন কিন্তু পুরো ভারতবর্ষে 24 ঘণ্টায় মাত্র 450 জনকেই চাকরি দিতে পেরছেন। ভারতের ব্যাঙ্কের সাড়ে 12 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদি দেশের 15 জন ধনী ব্যক্তিদের দিয়ে দিয়েছেন। আমরা চাই 12 লক্ষ টাকা নারী, যুবক এবং আদিবাসীদের দান করা হোক।