ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক লাখেরও বেশি ভোটকর্মী, হেলিকপ্টার ও ড্রোনসহ বিশাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই ভোটগ্রহণকে কেন্দ্র করে। মাওবাদী প্রভাবিত এলাকায় 18 টি আসনের প্রথম পর্বের 76.28 শতাংশ ভোটের পর দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হচ্ছে 19 টি জেলায় 72 টি আসনের জন্য। অনেক হাই প্রোফাইল নেতার ভাগ্য নির্ধারণের লক্ষ্যে 1.5 কোটিরও বেশি মানুষ ভোট দিচ্ছেন আজ। রাজ্যজুড়ে 19,000 ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে শুরু করেছেন সকাল থেকে। সকাল সাড়ে 8 টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল 5 টা পর্যন্ত।