দিল্লিতে কংগ্রেস আপের জোট হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত

গত রাতেই শীলা দীক্ষিতের বাড়িতে বৈঠক হয়েছে কংগ্রেস ও আপের। কংগ্রেস সভাপতি জানিয়েছেন দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কোনও জোট হবে না। একাই লড়বে কংগ্রেস। ওই বৈঠক থেকে বেরিয়ে কেসি ভেনুগোলাপ ও পিসি চাকো অবশ্য কোনও মন্তব্য করতেই নারাজ ছিলেন। দিল্লিতে এই দুই দলের মধ্যে জোটের ক্ষীণতম আশাটুকুও গতরাতেই মিটিয়ে দিয়েছেন রাহুল গান্ধী।

Related Videos