দলের একাধিক নেতা গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নড়েচড়ে বসল বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। দলীয় প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার এবং নলিন কুমার কাতিলকে তাঁদের মন্তব্যের জন্য কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী দশ দিনের মধ্যে এই তিনজনকে জানাতে হবে নাথুরাম গডসেকে নিয়ে তাঁরা ওই ধরনের কথা কেন বলেছিলেন। টুইট করে অমিত বলেন, ‘এ ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। তিনজনই ক্ষমা চেয়েছেন। কিন্তু ওই বক্তব্য দলের মতাদর্শে বিরোধী। আর তাই সেগুলি নিয়ে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আলোচনা করছে।'