সবুজ বাজি এবং কম তীব্রতার বাজি ছাড়া সকল বাজি ফাটানোই নিষেধ। দীপাবলির রাতে 8 টা থেকে 10 টা অব্দি সবুজ ফটকা ফাটানো চলবে। তার আগে বা পরে কেউ যদি বাজি ফাটায় তবে সেক্ষেত্রে 188 ধারায় মামলা দায়ের করা হবে। যে যে স্থানগুলি জানানো হয়েছে কেবল সেখানেই বাজি ফাটানো যাবে। গাজীপুরে ইতিমধ্যেই এরকম একটি মামলা দায়ের করা হয়েছে। এই বছর কাউকে অস্থায়ী লাইসেন্স দেওয়া হয়নি