সাইক্লোন ফণীতে ওড়িশায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুৎ এর খুঁটি। সাইক্লোনের জেরে রাস্তার ওপর উপড়ে পড়েছে গাছ, গাছের ডাল। ওড়িশার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সাইক্লোন ফেণীর প্রভাবে পুরীতে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার কথা ফেণীর। ১১ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে প্রশাসন। তৈরি রাখা হয়েছে ত্রাণ সামগ্রি। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাবাহিনী, নৈসেনা, উপকূলরক্ষী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।