আবহাওয়াবিদদের পূর্বাভাষ অনুযায়ী গুজরাটের ওপর আছড়ে না পড়ে রাতারাতি পথ বদলাল সাইক্লোন বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই বায়ু সরে গেছে সমুদ্রের দিকে। তবে, পথ পরিবর্তন করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য পশ্চিম উপকূলে হাই অ্যালার্ট জারি রয়েছে। সমুদ্র রয়েছে উত্তাল। ঝোড়ো হাওয়া বইছে উপকূল দিয়ে। গতকালই, দিউ এবং গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে তিন লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ইতিমধ্যেই তৈরি থাকতে বলা হয়েছে ৫২ সদস্যের একটি ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা বাহিনিকে। টুইটে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।