শহর জুড়ে এখন ডেঙ্গি আতঙ্ক। ইতিমধ্যেই কয়েকজন মারাও গেছেন। প্রবল জ্বর নিয়ে অনেকেই হাসপাতাল মুখী। অনেকেরই রক্ত পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ছে। হাসপাতালে ভর্তিও হচ্ছেন অনেকেই। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে NDTV বাংলা কথা বলেছিল। তিনি জানালেন আতঙ্কিত হওয়ার কিছু নেই । প্রচুর জল খান, সময়মতো রক্ত পরীক্ষা করান এবং নিজের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোথাও কোন জল জমতে দেবেন না, পরামর্শ চিকিৎসকের।