একজোড়া নতুন প্রোজেক্টের ঘোষণা করলেন দেব

একজোড়া নতুন প্রোজেক্টের ঘোষণা করলো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। একদিকে অনিকেত চট্টোপাধ্যায়ের 'হবু চন্দ্র রাজা গোবু চন্দ্র মন্ত্রী', অন্যদিকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'পাসওয়ার্ড'। প্রথম ছবিতে শুধুমাত্র প্রযোজকের ভূমিকায় দেখা গেলেও দ্বিতীয় ছবিতে দেবকে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করতে দেখা যাবে। NDTV বাংলার প্রতিনিধি পরিজা কর্মকার সরাসরি দেবের মুখ থেকে শুনে নিলেন দুটো ছবি সম্পর্কে তাঁর বক্তব্য। আপনিও শুনে নিন কী বললেন সুপারস্টার দেব।

Related Videos