চালতাবাগান দুর্গাপুজোয় ‘ঢাকে পড়ল কাঠি’

চতুর্থীতে উন্মাদনার পারদ আরও একধাপ চড়িয়ে বুধবার রাজ্যপাল জগদীপ ধনকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে শুভ উদ্বোধন হল পুজো কমিটির আরেক বিশেষ উৎসব ঢাকে পড়ল কাঠি-র।