কুম্ভমেলায় এই বছর সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেলা পরিষ্কার রাখা। নানা পদক্ষেপ করা সত্ত্বেও গঙ্গা নদী ও যমুনা নদীর দূষণ আটকাতে ব্যর্থ হয়েছে সরকার। এমনকি প্রধানমন্ত্রীর নমামি গঙ্গা মিশনও গঙ্গার দূষণ রোধে ব্যর্থ প্রমাণিত। তাই এবার গঙ্গার দূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রায় ২০ হাজার কর্মী সকাল থেকে রাত মেলা চত্বর স্বচ্ছ রাখতে কাজ করছেন, বায়ো টয়লেট এবং আবর্জনা জমা করার স্থান রাখা হয়েছে প্রতি জায়গায়।