যোধপুর পার্ক 95 পল্লীর দুর্গা পুজো 2018

বস্তুর স্বরূপ আসলে মায়ার খেলা। বিজ্ঞান এই মায়ার খেলাকেই শক্তি বলে। এবছর যোধপুর পার্ক 95 পল্লী নিয়ে এসেছে এই শক্তিরূপিনী দশভুজার ঐশ্বর্য। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন তাঁদের এবছরের থিম "মায়ার বাঁধন"।