ভারতের নির্বাচনী ইতিহাসে প্রথম নির্বাচন কমিশন আর্টিকেল ৩২৪ এর অধীনে পাওয়া অধিকার ব্যবহার করে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা ২০ ঘন্টা আগেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার রাত ১০ টার পরে পশ্চিমবঙ্গে আর নির্বাচনী প্রচার করা যাবে না। নিয়ম অনুযায়ী শুক্রবার বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এই নির্বাচনী প্রচারের। এই প্রসঙ্গে মাথায় রাখা দরকার যে আগামীকাল পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর মোদিরই দু’টি নির্বাচনী সমাবেশ রয়েছে।