এক্সক্লিউসিভ: বঙ্গের পরিস্থিতি নিয়ে বাবুল সুপ্রিয়র মত

কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী বাবুল সুপ্রিয় আজ NDTV -র নিধি রাজদানের সাথে এক ইন্টারভিউতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশ করেছেন। বিজেপির অন্যান্য নেতাদের মতো তিনিও প্রশ্ন করেছেন যে, এর আগে সারদা কান্ডে তৃণমূলের বেশ কয়েকজন নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করা হলেও তখন মমতা ব্যানার্জিকে এই রকম ধরনায় বসতে দেখা যায়নি, তাহলে আজ এমন কি গোপন করার প্রয়োজন দেখা দিল মমতা ব্যানার্জির? তিনি কি রাজীব কুমারকে বাঁচানোর আড়ালে নিজেকেই বাঁচানোর চেষ্টা করছেন? সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন যে, সিবিআই-এর এমন কর্মকান্ডের সাথে কেন্দ্রের কোনো রকম যোগাযোগ নেই, সিবিআই সুপ্রিম কোর্টের আদেশ অনুসারেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

Related Videos