সারা দেশই প্রায় একমাস ধরে ভেবেছে এবারের নির্বাচনে দ্বিতীয়বার মোদি ঢেউ উঠবে কিনা। গতকালই শেষ হয়েছে, ২০১৯ সালের সপ্তম ও চূড়ান্ত দফার নির্বাচন। আগামী ২৩ মে জানা যাবে ফলাফল। মোট ভোটারের ৬৭.৩% মানুষ ভোট দিয়েছেন। গতকাল সন্ধ্যে ৬ টায় ভোটদান পর্ব শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক্সিট পোলের ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফল ফের একবার দেশে বিজেপি সরকার গঠনেরই ইঙ্গিত দিচ্ছে। যদিও আজ অব্দি কোনও দিনই এক্সিট পোলের সংখ্যার সঙ্গে নির্বাচনে জেতা সঠিক আসনের সংখ্যা মেলেনি। বিশ্বের অন্যান্য দেশেও এক্সিট পোলের ভ্রান্তি চোখে পড়ার মতো। তবু, ভুল হবে জেনেও প্রতিবার এক্সিট পোল প্রকাশ করা হয়। কতটা বিজ্ঞানসম্মত এই এক্সিট পোল?