নির্বাচনের আগে প্রতিটি দলই তাঁদের নানা ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমেছিলেন গাজিয়াবাদের এই কৃষকরাও। তাও বছর ২ আগে। ২০১৬ সালের ২ ডিসেম্বর থেকে গাজিয়াবাদের মান্দোলাতে তাঁরা ধর্না দিচ্ছেন। ১৯৯০ এর দশকের শেষের দিকে এই কৃষকদের কৃষিজমি অধিগৃহীত হয়। কোনও ক্ষতিপূরণ পাননি তাঁরা। কোনও নির্বাচনেই আর তাঁদের কথা উঠে আসে না।