পদত্যাগ করছেন ওয়ালমার্ট ফ্লিপকার্ট গোষ্ঠীর চিফ এগজিকিউটিভ বিন্নি বনসল। তাঁর বিরুদ্ধে ‘গুরুতর অভব্য আচরণের' অভিযোগ উঠেছে। সংস্থার দাবি এখনও কোনও প্রমাণ মেলেনি। কিন্তু আচরণে স্বচ্ছতার অভাব রয়েছে। আর তাই তিনি পদত্যাগ করছেন। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বনসল। বিবৃতিতে ওয়ালমার্ট জানিয়েছে ফ্লিপকার্টের সঙ্গে একসঙ্গে কাজ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিন্নি। সেই সঙ্গে এই কথাও জানিয়েছে যে, অনুসন্ধানের পরেও বিন্নির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।