প্রয়াত অরুণ জেটলি, মৃত্যুকালে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতার বয়স হয়েছিল ৬৬ বছর। ৯ অগাস্ট থেকে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল ও চিকিৎসকদের একটি দল তত্ত্বাবধানে ছিল। শ্বাসকষ্টের সমস্যার কারণেই তাঁকে দিল্লির ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সভাপতি অমিত শাহ,মায়াবতী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নীতীশ কুমার ও যোগী আদিত্যনাথের মতো রাজনৈতিক নেতারা । চলতি বছরের মে মাসেও ওই বিজেপি নেতাকে চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পেশায় আইনজীবী অরুণ জেটলি বিজেপি সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুদায়িত্ব সামলান এবং প্রায়শই সরকারের বিভিন্ন সঙ্কটের সময় ত্রাতার ভূমিকা পালন করেন। জেটলি তাঁর শারীরিক অবস্থার কারণেই সম্ভবত ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।