ত্রিধারার ভাবনা নিয়ে NDTV বাংলার সঙ্গে আলাপচারিতায় গার্গী চট্টোপাধ্যায়

দুর্গাপুজোয় কলকাতার অন্যতম সেরা আকর্ষণ ত্রিধারা অকালবোধন। এই বছর ত্রিধারার থিম 'মৃৎশিল্প'। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী ঘুরে দেখে এলেন পুজো মণ্ডপ। কথা বললেন পুজোর উদ্যোক্তা কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবিই তুলে ধরা হল আপনাদের সামনে।