ঘুর্ণিঝড় গাজার জেরে তামিলনাড়ুতে ভারি বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গের উপকূলে ঘুর্ণিঝড় 'গাজা' প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এবং আজ কুড্ডুলুর ও পাম্বানের মাঝে আছড়ে পড়তে পারে। যার ফলে তামিলনাডুতে ভারী বৃষ্টি হতে পারে। গাজা বৃহস্পতিবার সন্ধ্যায় বা রাত্রে পাম্বান ও কুড্ডুলুরের মধ্যবর্তী অঞ্চলটি অতিক্রম করতে পারে। এই সময় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাতাস চলতে পারে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই ৩০,৫০০ উদ্ধারকর্মীদের নিয়ুক্ত করেছে, অনেক জায়গায় স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।