প্রবল চাপের মুখে প্রস্তাবিত নতুন শিক্ষানীতির খসড়ায় বড় ধরনের পরিবর্তন করল মোদী সরকার । নতুন খসড়ায় বলা হয়েছে স্কুল পড়ুয়ারা নিজেদের ইচ্ছেমতো ভাষায় পরিবর্তন করতে পারবে। হিন্দির উপর এতদিন যে বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে নতুন খসড়ায়। সেখানে বলা হয়েছে নমনীয়তার নীতিকে প্রাধান্য দিতে ছাত্র-ছাত্রীদের ভাষা পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তিনটি ভাষার মধ্যে বেছে নেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা।এর আগে পর্যন্ত মানে আগের খাসড়ায় স্পষ্ট করে বলা ছিল হিন্দি এবং ইংরেজি বাধ্যতামূলক ভাবে পড়তে হবে। হিন্দি ভাষী এবং হিন্দিভাষী নয় দু'ধরনের রাজ্যের ক্ষেত্রেই এই নিয়ম বলবত হবে বলে কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতির খসড়ায় বলা হয়েছিল।