ছোট ব্যবসায় বাড়ল করছাড়ের সীমা

সরকার ছোট ব্যবসার জন্য কর ছাড়ের সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ২0 লাখ টাকার বার্ষিক লেনদেনের ব্যবসাগুলিকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সীমা বেড়ে হয়েছে ৪0 লাখ টাকা। অনুমান করা হচ্ছে এই ব্যবস্থায় সম্ভবত দেশে অতিরিক্ত ২ মিলিয়ন ছোট ব্যবসায়ীরা সুবিধা পাবেন।