এমন নির্বাচনী প্রচার জীবনে দেখিনি; আজম খান

সমাজবাদী পার্টির বরিষ্ঠ নেতা আজম খান রামপুর থেকে প্রার্থী হয়েছেন। তাঁর কথায় এই বছরের মতো নির্বাচনী প্রচার তিনি জীবনে দেখেননি। জয়ের বিষয়ে ভীষণই আশাবাদী আজম খান, তিনি বলেন “প্রতি দলই জয় নিয়ে আশাবাদী, মোদিও জয়ের আশা দেখছেন, এতে ভুল কিছু নেই। কিন্তু আমার মনে হয় আরও ব্যাপকভাবে আমরা ক্ষমতায় আসব এইবার।”

Related Videos