এপ্রিলের ২৩ তারিখ কর্নাটকে তৃতীয় স্তরের ভোট হবে ১৪টি আসনের জন্য। তার আগে এইচডি কুমারস্বামীকে জিজ্ঞাসা করা হয়েছিল একই সঙ্গে মুখ্যমন্ত্রীত্ব এবং পুরোদমে নির্বাচনী প্রচারের দায়িত্ব কী ভাবে সামলাচ্ছেন? উত্তরে তিনি বলেন, ‘‘আমার অফিসারেরা অসম্ভব যোগ্য এবং পরিশ্রমী। তারাই আমলাতন্ত্র চালানোর প্রয়োজনীয় সব দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করছেন। নিজেদের কর্তব্যে তারা অবিচল। আমি তাই নির্বাচমী প্রচারে মন দিতে পারছি। প্রশ্ন করা হয়েছিল উত্তর কর্নাটকে একা জেডিএস ততটা প্রভাবশালী নয় সে ক্ষেত্রে তিনি কতটা আশাবাদী? কুমারস্বামী বলেন, ‘‘ওই সব এলাকায় জেডিএস-কংগ্রেস জোট হিসাবে ভালো পারফর্ম করবে বলেই তার আশা। শিবমোগ্গা এলাকায় জয়ের ব্যাপারেও আমরা আশাবাদী।’’ তিনি আরও বলেন, ‘‘মোদী ফ্যাক্টর ২০১৪ সালের তুলনায় এ বার অনেক কম। ফলে কর্নাটকে তারা বিশেষ সুবিধা করতে পারবে না।