ভারী বর্ষণে কার্যত স্তব্ধ দেশের বাণিজ্য নগরীর জীবনযাপন। প্রবল বর্ষণ ও বন্যায় এখনও পর্যন্ত মুম্বাই শহর ও প্রতিবেশী থানেতে ১৬ জন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুম্বাইয়ের ২ কোটি বাসিন্দাদের লাইফলাইন হল লোকাল ট্রেন। শহরতলির পাশাপাশি লম্বা দূরত্বের ট্রেনগুলিও এই বিপর্যয়ে বাতিল হয়ে গেছে। মহারাষ্ট্র সরকার মুম্বাই ও শহরতলিতে সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস রাজ্যের বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোতেই পরামর্শ দিয়েছেন। আবহাওয়া দপ্তর আজ মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করেছে।