মকরস্নান শুরু হয়েছে কুম্ভে। ৮ টি মহা স্নান রয়েছে এইবছর। ৪ মার্চ পর্যন্ত চলবে অর্ধকুম্ভের মেলা। প্রথম স্নানের সুযোগ পান সাধু ও সন্ন্যাসীরা। এবছর প্রথম কিন্নর আখড়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে. তাঁরাও মহাস্নানে অংশ নেবেন। মোট ১৪ টি আখড়ার সাধুরা এবার পূণ্যস্নান করবেন। নাগা সাধুদের বিপুল সমাগম হয়েছে এবছর প্রয়াগরাজে। নাসিক উজ্জ্বয়িনী ও প্রয়াগরাজে কুম্ভমেলা আয়োজিত হয়, বিশ্বাস করা হয় সমুদ্রমন্থনের সময় উত্থিত অমৃতের চারটি ফোঁটা এই চারটি স্থানেই পড়েছিল।