রাহুল গান্ধীর মূল নজর ছিল উত্তরপ্রদেশে, এই রাজ্যের ৮০ টি লোকসভা আসনের জন্য ১৮ টি জনসভা করেছেন কংগ্রেস সভাপতি। রাজস্থান তাঁর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসন। এই রাজ্যে ১২ টি জনসভা করেছেন তিনি ২৫ টি আসনের জন্য। এই আসনে গতবছর বিধানসভা দখলে নেয় কংগ্রেস। তৃতীয় গুরুত্ব দিয়েছেন কেরলে, ২০ টি আসনের জন্য ১২ টি সভা করেন রাহুল। প্রধানমন্ত্রী মোদির মূল নজরও উত্তরপ্রদেশেই। ৩৬ জনসভা ও রোড শো করেছেন তিনি। দ্বিতীয় নজর পশ্চিমবঙ্গে, যেখানে ১৭ টি জনসভা করেছেন ৪২ টি আসনের জন্য। তৃতীয় নজর ওড়িশায়, ২১ টি আসনের জন্য ৮ টি জনসভা করেছেন তিনি। এই নির্বাচনে মোদি ১৪৪ টি জনসভা করেছেন, রাহুল ১২৪ টি।