সরস্বতী পুজো শেষ হয়েছে। সামনেই একুশে ফেব্রুয়ারি। মোবাইল মেসেজিং এর যুগে আমরা এখন কোনও শব্দই পুরো লিখি না । যেমন text এর বদলে txt লিখি আমরা, কিংবা You লেখার বদলে লিখি U। পুরো শব্দ লিখতে যেন গায়ে জ্বর আসে আমাদের। সবকিছুকে শর্ট ফর্ম এ লিখতে অভ্যস্ত আমরা। যার ফলে আমাদের ভাষার যে সৌন্দর্য তা নষ্ট হয়ে যাচ্ছে। তা বাংলা হোক কিংবা ইংরেজি।আমাদের সেই বদ অভ্যাস ছাড়াতে এক অভিনব উদ্যোগের আয়োজন হয়েছিল শহরে। Spellathon Olympiads এর উদ্যোগে ছোটদের মধ্যে সচেতনতা বাড়াতে বা তারা যাতে এই ধরনের ভুল না করে , ছোট থেকেই তাদের সেই সঠিক শিক্ষা দিতে আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ ইন্টার স্কুল গ্র্যান্ড ফিনালে ভোকাবিউলারি কম্পিটিশন, 'MY COOL Q' এর। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে হাজির ছিলেন শিল্পী সমীর আইচ এবং শিক্ষাবিদ পবিত্র সরকার। শিক্ষাবিদ পবিত্র সরকার যেমন জানালেন