তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ মহুয়া মৈত্র সংসদে তাঁর প্রথম ভাষণে দাবি করেন, ভারতে ফ্যাসিজমের প্রতিটি চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। কৃষ্ণনগরের ৪২ বছরের সাংসদের বক্তৃতা টুইটার সহ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে। মার্কিন ইহুদি গণহত্যার স্মারক জাদুঘরের একটা পোস্টার দেখিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ঠিক করতে হবে আমরা ইতিহাসের কোন অংশ হতে চাই... যে পক্ষ সংবিধানের সমর্থক নাকি যে পক্ষ হয়ে উঠেছে সংবিধানের শববাহক।'' প্রাক্তন মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার মহুয়া বলেন, তিনি বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে নম্রভাবে গ্রহণ করছেন। কিন্তু ভিন্নমত পোষণকারীর স্বরটাও শোনাটা জরুরি।